টেইলর সুইফটের নতুন রেকর্ড
গত এক দশক ধরে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ডটি দখল করে রেখেছিলেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা অ্যাডেলে। ২০১৫ সালে ‘টোয়েন্টি ফাইভ’ শিরোনামের অ্যালবামটি দিয়ে এই কীর্তি গড়েন তিনি। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে সিংহাসন নিজের করে নিলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট।
গত ৩ অক্টোবর প্রকাশ পেয়েছে সুইফটের ১২তম একক স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। প্রকাশের পরই বিশ্বব্যাপী সংগীতের দুনিয়ায় এটি তুমুল আলোড়ন তুলেছে।
প্রথম পাঁচ দিনে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি ফিজিক্যাল এবং স্ট্রিমিং মিলিয়ে এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৩৫ লাখ কপি। এর মাধ্যমে এক দশক আগে অ্যাডেলের করা রেকর্ড ভেঙে দিয়েছেন সুইফট। ২০১৫ সালে অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি এক সপ্তাহে ৩৪ লাখের বেশি কপি বিক্রি করে ইতিহাসের সেরা বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। সুইফট সেই কীর্তি টপকে গেলেন প্রথম পাঁচ দিনেই। ধারণা করা হচ্ছে, সুইফটের এই সংখ্যা আরো বাড়বে। সেবার বছর শেষে অ্যাডেলের অ্যালবামটি মোট ১ কোটি ৭০ লাখ কপি বিক্রি হয়েছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমালোচকদের থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন সুইফট। সকল ধরনের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে এই মার্কিন গায়িকা বলেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনাকে আমি সম্মান করি। সব গানের প্রতিক্রিয়া তাৎক্ষণিক আসে না। অনেক ভক্ত আমাকে বলেছে, ‘রেপুটেশন’ তাদের প্রথমে পছন্দ হয়নি, তবে এখন সেটাই তাদের সবচেয়ে পছন্দের অ্যালবাম। কিংবা অনেকেই ‘ফেয়ারলেস’-এর ভক্ত, এখন তারা ‘এভারমোর’ বেশি পছন্দ করে। এসব আমার চোখে ধরা পড়ে এবং আমি কী তৈরি করেছি সেটা আমি জানি।’
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট