জ্বালানি ঘাটতিতে দায়ী কারা, জানালেন ফাওজুল কবির

অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১১:৪৬
শেয়ার :
জ্বালানি ঘাটতিতে দায়ী কারা, জানালেন ফাওজুল কবির

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেছেন, ‘দেশে যে ঘাটতি রয়েছে, রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা তৈরি করেছেন। আজকের সংকটের জন্য তারা দায়ী।’ 

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বিদ্যুতের অপ্রয়োজনীয় ক্যাপাসিটি তৈরি করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে, কিন্তু গ্যাস সরবরাহের কথা চিন্তা করা হয়নি। গ্যাস নাই জেনেও পাইপলাইন করা হয়েছে। অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে পাইপলাইন করা হয়েছে। গ্যাস বিদ্যুতের মতো নয়, ইচ্ছামত ফিডার বন্ধ করে সরবরাহ করা সম্ভব না। এখানে যে আগে থাকবে সে পাবে।’

তিনি আরও বলেন, ‘বাসাবাড়ি ও শিল্পকারখানায় অবৈধ লাইনের কারণেও জ্বালানি ঘাটতি দেখা দেয়। অনেক জায়গায় লাইন দেওয়া হয়েছে দুর্নীতি করতে, টাকা সরাতে। জানে যে গ্যাস দেওয়া যাবে না, তারপরও এমনটা করছে।’

এলপিজি সিলিন্ডারের দাম ১০০০ টাকা হওয়া উচিত উল্লেখ করে ড. ফাওজুল কবির খান বলেন, ‘১২০০ টাকার সিলিন্ডার ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হয়। দায়িত্বহীন ব্যবসা হতে পারে না, ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে। এলপিজির দাম কমানোটা চ্যালেঞ্জ, এজন্য ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে, বেশি মুনাফা করে টাকা পাচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘এর বাইরেও প্রাকৃতিক গ্যাস বাড়তি দামে আমদানি করতে বাধ্য হচ্ছি। এসব জায়গায় অবশ্যই এলপিজি আমদানি সহজ এবং খরচ কম।’

এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দায়িত্বহীন ব্যবসা বন্ধ করতে হবে। শিল্প কারখানায় এলপিজি দিতে হলে দাম কমাতে কাজ করতে হবে। কীভাবে এলপিজি দিয়ে বিদুৎ উৎপাদন করা যায় সেটাও ভেবে দেখা দরকার।’

তিনি আরও বলেন, ‘প্রচুর অনুসন্ধান কার্যক্রম হাতে নিয়েছি, সর্বাত্মক চেষ্টা করছি, স্থলভাগে অনুসন্ধান বাড়ানো হচ্ছে। কিছু গ্যাস পাচ্ছি, তবে সন্তোষজনক নয়। ভোলা এবং অন্যান্য জায়গায় কিছু গ্যাস পাবো আশা করছি।’

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।