কোরআন অবমাননার দায়ে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র কোরআন শরিফ অবমাননার দায়ে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের জামতলায় ঘটনাটি ঘটেছে।
আটক রেদোওয়ান হোসেন (২০) ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট বাজারের নুরু বানিয়ার ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরান শরিফ অবমাননা করার সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। রাতে রেদোওয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘আটককৃত যুবক হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’