মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: শান্তিতে নোবেলজয়ী মারিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২২:০১
শেয়ার :
মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: শান্তিতে নোবেলজয়ী মারিয়া

শান্তিতে নোবেল পুরস্কার জেতার পর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য দেশবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা করছে। আজ শুক্রবার নোবেল পুরস্কার পাওয়ার পর এক্সে এক পোস্টে মাচোদা লিখেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের দীর্ঘ সংগ্রামের এ বিশাল স্বীকৃতি মুক্তি অর্জনে আমাদের কাজ সম্পন্ন করার প্রেরণা জোগাচ্ছে।’

অনেকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়নি নোবেল কমিটি। হোয়াইট হাউসের অভিযোগ, নোবেল কমিটি শান্তি নয়, রাজনীতিকে বেছে নিয়েছে। তবে পুরস্কারজয়ী মারিয়া কোরিনা ভরসা রাখছেন সেই ট্রাম্পের ওপরেই। 

এক্স এ দেওয়া পোস্টে মারিয়া বলেন, ‘আজকের এই দিনে আমরা মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের প্রধান মিত্র হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর ওপর বেশি ভরসা করছি।’