পর্দা নামল ফুচিয়ানে ‘আন্তর্জাতিক সংগীত উৎসব’র

কুদরত উল্লাহ
১০ অক্টোবর ২০২৫, ২১:৩৮
শেয়ার :
পর্দা নামল ফুচিয়ানে ‘আন্তর্জাতিক সংগীত উৎসব’র
ছবি : সংগৃহীত।

চীনের ফুচিয়ান প্রদেশের মেইচৌ উপসাগরের তীরে সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী ২০২৫ এশিয়া-প্যাসিফিক আন্তর্জাতিক সংগীত উৎসব। গত সোমবার জমকালো পরিবেশনায় পর্দা নামে এই উৎসবের।

উৎসবে অংশ নেন চীনের খ্যাতিমান সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ডদলসহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান এবং অন্যান্য দেশ ও অঞ্চলের আন্তর্জাতিক শিল্পীরা।

সংগীতের পাশাপাশি উৎসবটি এক অনন্য সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধন হিসেবে পরিণত হয়। এতে স্থান পায় সাংস্কৃতিক পর্যটন, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্পের নানা উপাদান, যা ‘গোল্ডেন উইক’ জাতীয় দিবসের ছুটিতে দর্শনার্থীদের মাঝে প্রাণবন্ত সাংস্কৃতিক আমেজ ছড়িয়ে দেয়।

সমুদ্র-সংস্কৃতি থিমে আয়োজিত উৎসবটি চীনের প্রথম আন্তর্জাতিক সংগীত উৎসব, যেখানে ইলেকট্রনিক মিউজিক, বিশ্বসংস্কৃতির সমসাময়িক ধারা, ঐতিহ্যবাহী সংগীত এবং সৃজনশীল শিল্পকে একসঙ্গে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, উৎসব চলাকালীন, চীনের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৮০ হাজারেরও বেশি সংগীতপ্রেমী ও পর্যটক এতে অংশগ্রহণ করেন। পরিবেশনায় ছিল ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী সংগীত, লোকধর্মী মেটাল ব্যান্ড, স্থানীয় শিল্পীদের সুরেলা পরিবেশনা এবং অপেরা ও আধুনিক সংগীতের অপূর্ব সংমিশ্রণ।