গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ২১:০৬
শেয়ার :
গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে সোহেলা খাতুন (৪০) নামে এক পোশাক কারখানার শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেলা খাতুন শেরপুর জেলার নকলা থানার মোমিনাকান্দা গ্রামের মিজান মিয়ার মেয়ে। স্বামী কালু শেখ (৪৫) একই এলাকার আলতু শেখের ছেলে বলে জানা গেছে। তারা শরীফপুর এলাকায় কবির ম্যানেজারের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর নিহত সোহেলা তার স্বামী কালুকে তালাক দেন। এর জের ধরে কালু শুক্রবার বিকেলে প্রকাশ্যে ছুরি দিয়ে সোহেলার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই কালু পলাতক রয়েছেন। খবর পেয়ে গাছা থানাপুলিশ নিহতর মরদহে পুলিশ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

এ বিষয়ে গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী কালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।