আবারও কেঁপে উঠল ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২০:১১
শেয়ার :
আবারও কেঁপে উঠল ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপাইন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে। পূর্ববর্তী সতর্কতার কয়েক ঘণ্টা পর শুক্রবার গভীর রাতে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে।  

আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার ফলে ফিলিপাইনের ভূমিকম্পবিদ্যা অফিস ‘প্রাণঘাতী সুনামির উচ্চতা’ সম্পর্কে সতর্ক করে এবং উপকূলীয় বাসিন্দাদের ‘অবিলম্বে উঁচু স্থানে সরে যেতে অথবা আরো দূরে সরে যেতে’ আহ্বান জানিয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলীয় এলাকা। কম্পনের ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বিভিন্ন স্থানে ভবনের ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় ও দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় শহরগুলোতে এক মিটারেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাভাও শহরের হাসপাতাল এলাকায় রোগীদের বাইরে পার্কিং লটে চিকিৎসা প্রদান করা হয়েছে।