নোবেল পেয়ে যা বললেন মারিয়া কোরিনা

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১৯:১৯
শেয়ার :
নোবেল পেয়ে যা বললেন মারিয়া কোরিনা

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা। তিনি বলেছেন, এই অর্জন তার একার নয়, পুরো সমাজের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন তার ভিডিও বার্তাটি প্রকাশ করেছেন। ভিডিওতে মারিয়াকে পাঁচবার ‘ওহ মাই গড’ বলতে শোনা যায়। তিনি বলেন, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। 

নোবেল কমিটিকে ধন্যবাদ জানিয়ে মারিয়া বলেন, ‘এটা পুরো সমাজের অর্জন। আমি তার মাঝে একজন ব্যক্তি মাত্র। আমি এর প্রাপ্য নই। ’

মারিয়া আরও বলেন, ‘এই খবর আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি এই সম্মানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে চাই।’