কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে একজন গ্রেপ্তার
বরিশালের গৌরনদীতে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে রাতে তাকে গৌরনদী মডেল থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার প্রধান আসামির নাম মাসুদ সরদার ওরফে কিং মাসুদ। তিনি ইতালি প্রবাসী বিএনপি নেতা। এ ছাড়া তিনি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে এলাকায় অবস্থান নিতে শুরু করেন তিনি। এরপর নিজেকে ইতালি প্রবাসী বিএনপি নেতা পরিচয়ে বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে তোলা ছবি ও ব্যানার-পোস্টারের মাধ্যমে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করেন।
অভিযোগ সূত্রে জানা যায় , গত ৭ অক্টোবর সন্ধ্যায় মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে (১৭) তার সহপাঠী কমলাপুর গ্রামের ইমন সরদারের মাধ্যমে ডেকে নেয় কিং মাসুদ। প্রথমে তারা সমরসিংহ বাজারে যায়। সেখান থেকে খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের বাড়িতে নিয়ে যায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সেখানে ইমন ও নিলয় ঘর থেকে বেরিয়ে গেলে মাসুদ সরদার ভয়ভীতি দেখিয়ে কিশোরটিকে বলাৎকার করে। পরে কাউকে কিছু না জানাতে প্রাণনাশের হুমকিও দেয়। কিশোরটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে ঘটনা জানালে থানায় মামলা দায়ের করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারের পর কিং মাসুদকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি নিলয় আহমেদকেও দুই দিন আগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ইমন সরদারকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।