শিকারিদের ফাঁদ থেকে মুক্ত আকাশে ফিরল পানকৌড়ির দল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ১৯:০৯
শেয়ার :
শিকারিদের ফাঁদ থেকে মুক্ত আকাশে ফিরল পানকৌড়ির দল

নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া পাঁচটি পানকৌড়ি পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার তুলাধোনা মাঠ এলাকা থেকে এসব পাখি উদ্ধার করেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, শীতের আগমনে উপজেলার বিভিন্ন বাগান ও জলাশয়ে অতিথি পাখির আসা শুরু করেছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিজেদের লাভের আশায় এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটি।

কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান বলেন, স্থানীয় সচেতন মানুষের উপস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক শিকারিরা ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। উদ্ধার হওয়া পাঁচটি পানকৌড়ি পরে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ‘প্রকৃতি আমাদের জীবনের অংশ। আর অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই তাদের হত্যা নয়, ভালোবাসা শিখতে হবে। আসুন, আমরা সবাই মিলে শপথ নিই- ‘‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’’, ‘শিকার নয়, সুরক্ষাই আমাদের অঙ্গীকার’’।’