গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি আবদুল কাদেরের
গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
ড. আহমদ আবদুল কাদের বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও এর আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনিভিত্তি দিতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জনগণ চায় গণভোট। প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গাণের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে আজ গণমিছিল পূর্ববর্তী এ সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস ঢাকা মহানগরী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।