ট্রাম্পের নোবেল না পাওয়া নিয়ে যা বলল হোয়াইট হাউস
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা। অনেকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে এই পুরস্কারের দাবিদার বলে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়নি নোবেল কমিটি। আর এতেই চটেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে দেওয়া বার্তায় অভিযোগ করা হয়েছে, নোবেল কমিটি শান্তি নয়, রাজনীতিকে বেছে নিয়েছে।
হোয়াইট হাউসের গণযোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেং বলেন, ‘নোবেল কমিটি প্রমাণ করে দিয়েছে যে তারা শান্তি নয়, রাজনীতি পছন্দ করে। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করে যাবেন। তিনি যুদ্ধ থামাবেন ও জীবন বাঁচানোর কাজও করে যাবেন।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
স্টিভেন দাবি করেন, ‘প্রেসিডেন্ট অত্যন্ত মানবিক মানুষ। তার মতো এমন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ আর কখনো আসবেন না যিনি ইচ্ছাশক্তি দিয়ে পাহাড় সরিয়ে ফেলতে পারেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস