স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামীসহ পলাতক পরিবারের লোকজন

বরিশাল ব্যুরো
১০ অক্টোবর ২০২৫, ১৮:১৭
শেয়ার :
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামীসহ পলাতক পরিবারের লোকজন

বরিশাল নগরীতে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আল মাদানী সড়ক এলাকা থেকে স্বামী সিয়ামের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।

আজ শুক্রবার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বর্ষা নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মো. বেলায়েত খানের মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, তিনমাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আল মাদানী সড়কের শাহীন মিয়ার ছেলে সিয়ামকে বিয়ে করেন বর্ষা। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ দেখা দেয়।

নিহতের বাবা বেলায়েত বলেন, `বিয়ের পর থেকেই আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে বর্ষার অসুস্থতার খবর পাই। পরে গিয়ে দেখি, মেয়েটি খাটের উপর মরে পড়ে আছে।‘

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।