শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১৫:০৯
শেয়ার :
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাশাদো। আজ শুক্রবার নরওয়েজিয়ান পিস কমিটি তার নাম ঘোষণা করেন। তারা বলছেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে তার সংগ্রামের পুরস্কারস্বরুপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।

 ১৯০১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ১১১ জন ব্যক্তি ও ৩১টি সংস্থা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯২ জন পুরুষ ও ১৯ জন নারী।