ঘোষণা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১৪:৪৮
শেয়ার :
ঘোষণা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম

নোবেল কমিটি এই বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম অল্প কিছু সময়ের মধ্যে ঘোষণা করতে চলেছে। নরওয়ের রাজধানী অসলোতে স্থানীয় সময় সকাল ১১টায় এক অনুষ্ঠানে এই বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

পুরষ্কারটি সেই ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হবে যারা ‘জাতিগুলির মধ্যে ভ্রাতৃত্ববোধের জন্য, স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি বা হ্রাস এবং শান্তি কংগ্রেস গঠন এবং বিস্তারের জন্য’ সর্বাধিক কাজ করেছে।

বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরষ্কার জয়ের জন্য একটি প্রচারণা চালালেও এই বছরের মনোনয়ন তার দ্বিতীয় মেয়াদের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে শেষ হয়েছে।

নোবেল ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা নেই, তবে প্রয়াত রাশিয়ান বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি দৌড়ে রয়েছেন বলে গুজব রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প যে নোবেল শান্তি পুরস্কার চান, এটা কোনো গোপন বিষয় নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের মুষ্টিমেয় কয়েকজন নেতার মধ্যে রয়েছেন যারা নরওয়ের নোবেল কমিটিতে মার্কিন প্রেসিডেন্টকে মনোনীত করেছেন।

কিন্তু ট্রাম্পকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ জানুয়ারিতে এই বছরের খেতাবের জন্য মনোনয়ন শেষ হয়ে গেছে, ঠিক যখন ওভাল অফিসে তার দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছিল।

প্রতিটি নোবেল পুরষ্কারের মধ্যে একটি পদক, একটি ব্যক্তিগত ডিপ্লোমা এবং একটি নগদ পুরষ্কার থাকে।

এই বছর, প্রতিটি পুরষ্কারের জন্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনার প্রদান করা হবে। এর অর্থ হলো, যদি একজন ব্যক্তিকে পুরষ্কার দেওয়া হয় তবে তারা পুরো অর্থ রাখবে, কিন্তু যদি একদল বিজ্ঞানীকে পুরষ্কার দেওয়া হয় তবে তারা নিজেদের মধ্যে অর্থ ভাগ করে নেবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসা এবং সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে সোমবার।