কুড়িয়ে পাওয়া ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে শিশু আহত
মিরপুর আনসার ক্যাম্প বিহারী পাড়ায় খেলাধুলা করতে গিয়ে কুড়িয়ে পাওয়া ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামের এক শিশু আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, তামিম একটি স্থানীয় মাদরাসায় শিশু শ্রেণীতে পড়ে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আহত শিশুটির মা নার্গিস আক্তার বলেন, ‘তিনি বাসাবাড়িতে কাজে গিয়েছিলেন। তার ছেলে তামিম হোসেন খেলাধুলা করতে বাইরে বের হয়। বিহারাপাড়া মসজিদের অদূরে ময়লার স্তূপের পাশ থেকে ককটেল জাতীয় কোনো এক বস্তু কুড়িয়ে পায়। সেটা হাতে নেওয়ামাত্রই বিস্ফোরণে ডান হাত ও পেট গুরুতর জখম হয়ে আহত হয় সে।’
তিনি বলেন, ‘তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।’
ঢামেক চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘তার অবস্থা গুরুতর। বিষয়টি সংলিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
জানা গেছে, আহত শিশুটি লক্ষ্মীপুর সদর উপজেলার রিকশাচালক আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে আনসার ক্যাম্প বিহারী পাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে।