গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসী লিটন গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর থেকে শীর্ষ সন্ত্রাসী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জহিরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরের বিলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন রাতে গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল।
জানা গেছে, গ্রেপ্তারকৃত লিটন উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামে ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। রাতেই তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি বরমী এলাকার চিহ্নিত চাঁদাবাজ। গত রোববার রাতে চাঁদাবাজির একপর্যায়ে তিনি এলাকায় আতংক সৃষ্টি করতে ৪ রাউন্ড গুলি ছোড়েন। এসময় উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেন। লিটন তখন কৌশলে পালিয়ে আত্মরক্ষা করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ আগস্ট রাতে শীর্ষ সন্ত্রাসী আল মুজাহিদ সুমনকে (৩৫) গ্রেপ্তার করে থানা পুলিশ। সন্ত্রাসীরা সুমনকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। লিটন ওই মামলার অভিযুক্ত আসামি।
র্যাব-১ জানায়, ঘটনার পর থেকে লিটন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার র্যাব গোপন সংবাদে জানতে পারে লিটন গাজীপুর মহানগরের বিলাসপুর এলাকায় অবস্থান করছেন। বিকেলে র্যাব-১ ওই স্থানে অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাতেই তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, র্যাব-১ লিটনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।