মসজিদের চাবি চাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ১২:৪৫
শেয়ার :
মসজিদের চাবি চাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় মসজিদের চাবি চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সালথা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বাহিরদিয়া গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্যার সঙ্গে মৌলভী হেমায়েত হোসেনের বিরোধ চলে আসছিল। চলমান এই বিরোধের মধ্যে আজ সকালে লুৎফর রহমান ও ইমরানের সমর্থক নজরুলের কাছে থাকা স্থানীয় মসজিদের চাবি চাইতে যান মৌলভী হেমায়েত হোসেনের সমর্থকরা। এ সময় চাবি না দেওয়ায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫ জনতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মাতুব্বার ও মৌলভী হেমায়েত হোসেন বিএনপির কর্মী। তবে এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি।

বিষয়টি নিশ্চিত করে ‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।’