সবজির দাম চড়া, বেড়েছে ডিম-মুরগির দাম
রাজধানীতে সবজির দাম সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি নেই। বেশিরভাগ সবজি এখনো ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বাড়তি দাম অব্যাহত রয়েছে পেঁয়াজ, ডিম, আদা, রসুন ও মুরগির মাংসে।
শুক্রবার সকালে কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সেখানে সিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে, পটল ৭০ টাকা, মূলা ৬০ টাকা, ঢেঁড়স ও শসা ৮০ টাকা, গাজর ১২০ টাকা, বেগুন ১৪০ টাকা (কিছু জায়গায় কিছুটা কম), টমেটো ১২০ টাকা, কচুর মুখি বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। দেশি আদার দাম ২২০ টাকা, বিদেশি আদা ২০০ টাকা, রসুন ১৬০ টাকা। তবে আলু কিছুটা স্থিতিশীল, বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে লাল ১৪০ টাকা, সাদা ১৩৫ টাকায়। সোনালি মুরগি ৩০০ টাকা, ব্রয়লার মুরগির দাম রাখা হচ্ছে ১৮০ টাকা কেজি। গত সপ্তাহে ডিম ৫ টাকা ডজনে কম ছিল এবং মুরগীর দামও ১০ টাকা কেজিতে বেড়েছে।
বাজারে আসা ক্রেতারা বলছেন, সবজির দাম এখনো নাগালের বাইরে। সিম-বেগুন এখনো ১৮০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে, আলু ছাড়া আর কিছুই কম দামে নেই।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ক্রেতারা জানান, নিত্যপণ্যের দাম এতো বেশি যে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বাসা থেকে যে টাকা আনা হয় তাতে সব পণ্য কেনা সম্ভব হয় না, তার আগেই শেষ হয়ে যায়।
বিক্রেতারা বলছেন, বৃষ্টি, দুর্যোগ ও চাহিদা বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল হচ্ছে না। পাইকারি বাজারেও দাম খুব একটা কমেনি।
তারা আরও বলেন, এই সপ্তাহে বেগুন, গাজর, চিচিঙ্গার দাম কিছুটা বেড়েছে। শীতকালীন সবজি আসা শুরু করেছে, পুরোদমে আসেনি এখনো, তাই দাম একটু বাড়তি। কিছুদিন পর এসব সবজির দাম কমে আসবে।