সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১২:০৫
শেয়ার :
সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়া রহমতবিল সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় মো. ইয়াসের (১৮) নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ যুবক উখিয়া থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের জি-৫ ব্লকের বাসিন্দা মো. হাসুর ছেলে।

আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মিয়ানমারে চলমান সংঘাতে এপারের বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জানিয়ে উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমারের ওপারে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মিদের মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মিয়ানমার থেকে আসা গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা আহত হয়েছেন।’

থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন জানান, রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের থাইংখালী এলাকায় গোলাগুলির ঘটনা শুনতে পেয়েছি। সেখান থেকে হঠাৎ একটি গুলি এসে ১২ নম্বর ক্যাম্পের জি-৫ ব্লকের বাসিন্দা মো. ইয়াসেরের পেটের নিচে লাগলে তিনি আহত হন।

এদিকে গোলাগুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উখিয়ার স্থানীয় বাসিন্দা মো. শামীম বলেন, ‘সীমান্তের কাছে মিয়ানমারের ওপারে চলমান গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গভীর রাত ২টার পর এই গোলাগুলি থেমেছে। এতে একজন ক্যাম্পের বাসিন্দা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধের পর এ ধরনের গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে পুরো সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’