যুদ্ধবিরতি চুক্তির পূর্বে হামাসের স্নাইপার হামলায় ইসরায়েলি সেনা নিহত
গাজা শহরে হামাসের স্নাইপার হামলায় একজন আইডিএফ রিজার্ভিস্ট সৈনিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
নিহত সৈনিকের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রেজি.) মাইকেল মোর্দেচাই নাচমানি। তার বয়স হয়েছিল ২৬ বছর। তিনি ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পস সৈনিক।
গাজায় হামাস কর্তৃক আটক সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েল এবং হামাসের আলোচকরা যখন মিশরে একটি চুক্তিতে স্বাক্ষর করছেন ঠিক সেই সময় স্নাইপার আক্রমণটি ঘটে। হামলা চালানোর সময় যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে পশ্চিম তীরের কোহাভ হাশাহার বসতিতে সন্দেহভাজন সন্ত্রাসীর অনুপ্রবেশে সতর্কতা জারি করেছে আইডিএফ।
সামরিক তদন্তের সময় আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাড়িতে তালাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস