‘আমরা গাজা যুদ্ধ শেষ করেছি, জিম্মিরা বাড়ি ফিরবে’

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১০:৪৫
শেয়ার :
‘আমরা গাজা যুদ্ধ শেষ করেছি, জিম্মিরা বাড়ি ফিরবে’

কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে বলেছেন, তিনি গাজার যুদ্ধ শেষ করতে সফল হয়েছেন। যদিও যুদ্ধশেষের পর গাজা অঞ্চলের ব্যবস্থাপনা সম্পর্কিত কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি বলে জানান তিনি।

হোয়াইট হাউসে একটি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, ‘গত রাতে আমরা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি। আমরা গাজার যুদ্ধ শেষ করেছি এবং আরও বিস্তৃতভাবে, শান্তি সৃষ্টি করেছি… আশা করি এটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি হবে।’

তবে এই ব্যাখ্যা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মিল নেই। তিনি জোর দিয়ে বলেছেন, ‘যুদ্ধের সমাপ্তি শুধুমাত্র তখনই ঘোষণা করা যেতে পারে যখন হামাস অস্ত্র ত্যাগ করবে এবং গাজা উন্মুক্ত ও নিরস্ত্রীকৃত হবে।’

তবে মধ্যস্থকারীরা হামাসকে সব জিম্মিদের একসঙ্গে মুক্তি দিতে রাজি করানোর জন্য এক ভিন্ন প্রস্তাব উপস্থাপন করেছেন, যাতে তারা নিশ্চিত হতে পারে যে বন্দিরা মুক্ত হওয়ার পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে না।

ট্রাম্পের ২০টি পরিকল্পনায় হামাসকে অস্ত্র ত্যাগ করার প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে, তবে মিশরে স্বাক্ষরিত চুক্তিটি কেবল “প্রথম ধাপ” এর জন্য। যা মূলত জিম্মি-কারাবন্দি বিনিময় এবং ইসরায়েলের প্রাথমিক ও সীমিত মিলিটারি কার্যক্রম গাজা থেকে প্রত্যাহারের সঙ্গে সম্পর্কিত।