সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত

রাজশাহী ব্যুরো
১০ অক্টোবর ২০২৫, ১০:৩৫
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত

রাজশাহী পবা উপজেলার নওহাটায় এক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শীব শংকর রায় নিহত হয়েছেন। 

আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মেডিকেলে আসার পর কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক শিব শঙ্কর রায়কে মৃত ঘোষণা করেন। আর আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি এখনও অচেতন অবস্থায় রয়েছেন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম জানিয়েছেন, ভোরে শিব শঙ্কর এবং আসাদুজ্জামান একটি মোটরসাইকেলে চেপে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হন। পরে নওহাটায় তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। 

পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনা কিভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা মোটরসাইকেলসহ দুইজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। 

বিষয়টি অধিক তদন্তের প্রয়োজন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।