বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আগ্রাণ এলাকায় ১৪ বছরের ফদেইছা খাতুনের বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে কনের বাড়িতে অভিয়ান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও। এসময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ এলাকায় বাল্যবিয়ে বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার আগ্রাণ গ্রামে ১৪ বছরের মেয়ের বাল্যবিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। পরে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না, এই মর্মে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস আমাদের সময়কে বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। সমাজ থেকে এ অপসংস্কৃতি দূর করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’