ফি দিতে পারেননি বাবা, মেঝেতে বসে পরীক্ষা দিল স্কুলছাত্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ০৯:২৬
শেয়ার :
ফি দিতে পারেননি বাবা, মেঝেতে বসে পরীক্ষা দিল স্কুলছাত্র

পরীক্ষার ফি দিতে না পারায় ফাহাদ ফয়েজ খান নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের মেঝেতে বসিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভারতের মহারাষ্ট্রে ভিওয়ান্ডির সালাহউদ্দিন আইয়ুবি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ফাহাদ ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

প্রতিবেদনে ফাহাদ জানান, এটি তার প্রথম সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষার ফি না দেওয়ার কারণে তাকে ক্লাসের অন্য শিক্ষার্থীদের থেকে দূরে সরিয়ে মেঝেতে বসে বসিয়ে পরীক্ষা দিতে হয়েছে।

ফাহাদের বাবা ফয়েজ বলেন, ‘পরীক্ষা চলাকালীন আমি বিদ্যালয়ে গিয়ে দেখি, আমার ছেলে মেঝেতে খবরের কাগজের ওপর বসে পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নিয়ে পরীক্ষা পরিদর্শকের কছে গেলে তিনি অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলেন।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ছেলেকে নিয়ে স্থানীয় থানায় গিয়ে বিষয়টি জানাই এবং ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করি।’

ফয়েজ বলেন, ‘ফাহাদের স্কুল ফি ২ হাজার ৫০০ রুপি। যার মধ্যে আমি ১ হাজার ২০০ রুপি পরিশোধ করেছি। বকেয়া ১ হাজার ৩০০ রুপির জন্য আমার ছেলেকে অপমান করা হয়।’

ফাহাদের পরিবারের অভিযোগ, শিক্ষার্থীদের আত্মসম্মান এবং অধিকার লঙ্ঘন করেছে ওই বিদ্যালয়ের প্রশাসন।