স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ন্যাটোর নতুন প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে অনীহার কারণে স্পেনকে সংস্থা থেকে বহিষ্কার করা উচিত।’
ওয়াশিংটনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, ‘ন্যাটোর ৩২ সদস্যদেশের মধ্যে স্পেনই একমাত্র পিছিয়ে থাকা দেশ। তাদের কোনো অজুহাত নেই প্রতিরক্ষা ব্যয় না বাড়ানোর জন্য। সত্যি বলতে, ওদের ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হোয়াইট হাউসে প্রথম মেয়াদকালেও ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি নরওয়ে ও আইসল্যান্ডের মতো দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়কে অপ্রতুল বলে উল্লেখ করে ন্যাটোর সুরক্ষা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন।
গত জুনে অনুষ্ঠিত এক সম্মেলনে ন্যাটোর নেতারা সম্মত হন যে সদস্যদেশগুলো প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত ব্যয় করবে-এর মধ্যে ৩.৫ শতাংশ যাবে মূল সামরিক খাতে (যেমন কর্মী ও অস্ত্রশস্ত্র), আর বাকি ১.৫ শতাংশ প্রতিরক্ষা-সম্পর্কিত অবকাঠামো ও অন্যান্য ব্যয়ে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, মাদ্রিদ শুধু ২.১ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা বাজেট বাড়াবে-যা বর্তমানে ২ শতাংশ। তিনি এই নতুন লক্ষ্য থেকে স্পেনের জন্য ছাড় দাবি করেছেন।
সানচেজের মতে, স্পেনের নিরাপত্তা পরিস্থিতি অন্যান্য ইউরোপীয় দেশের চেয়ে আলাদা। গত মার্চে তিনি বলেন, ‘আমাদের জন্য হুমকি রাশিয়ার সেনারা পিরেনিস পর্বত পেরিয়ে আসবে-এটা নয়।’ এর মাধ্যমে তিনি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস