গাজার যুদ্ধবিরতি তদারকিতে থাকবে ২০০ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ০৭:৫২
শেয়ার :
গাজার যুদ্ধবিরতি তদারকিতে থাকবে ২০০ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল সরকার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। শুক্রবার ভোরে ভোটের ফলে ২৪ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি স্থগিতের পথ প্রশস্ত হবে এবং ৭২ ঘন্টার মধ্যে গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে।

এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গাজা যুদ্ধবিরতি ‘তদারকি’ করার জন্য যুক্তরাষ্ট্রের ২০০ সদস্যের একটি সামরিক দল মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার প্রাথমিকভাবে ২০০ জনকে মাঠে রাখবেন। তার ভূমিকা হবে তদারকি করা, পর্যবেক্ষণ করা এবং কোনো পক্ষ যেন চুক্তি ভঙ্গ না করে তা নিশ্চিত করা।’

তিনি আরও জানান, এই তদারকি দলে মিশর, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন।

তবে আরেকজন কর্মকর্তা বলেন, ‘কোনো মার্কিন সেনাকে গাজায় প্রবেশের পরিকল্পনা নেই।’

এ বিষয়ে অবহিত একটি সূত্র দ্য টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, মার্কিন সেনারা সম্ভবত মিশরে অবস্থান করবে, যেখানে তারা একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র (জয়েন্ট কন্ট্রোল সেন্টার) গঠন করবে। এই কেন্দ্রের মাধ্যমে গাজায় কাজ করা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে, যাতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে কোনো সংঘর্ষ এড়ানো যায়।