ইউনিসেফ /
এখনও আশা আছে, ভবিষ্যৎ আছে গাজার
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার যুদ্ধবিরতির খবরের পর স্বস্তি ও আনন্দ প্রকাশ করে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গাজা উপত্যকার একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি বলেন, মাসের পর মাস যুদ্ধ চলাকালে এই প্রথম কোনো ড্রোন ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে না। তিনি বলেন, ‘গাজার আকাশ অবিশ্বাস্যভাবে শান্ত।’ যদিও যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও ইসরায়েল কয়েক ঘণ্টা হামলা অব্যাহত রেখেছিল। খবর আল জাজিরার।
ভিডিও পোস্টে এল্ডার বলেন, ‘একজন সাংবাদিক এইমাত্র আমাকে জিজ্ঞাসা করলেন- আপনি কি কল্পনা করেছিলেন, আমরা এরকম মুহূর্তে পৌঁছতে পারব? আপনি কি ভেবেছিলেন, আমরা যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছব?’ তিনি যোগ করেন- ২০ হাজার নারী ও শিশু প্রাণ হারাবে, ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চলবে, এসব তিনি কখনই কল্পনা করেননি। তবে ইউনিসেফের এই প্রতিনিধি বলেন, ‘গাজাবাসীর এখনও উন্নত ভবিষ্যতের আশা আছে। সেই উন্নত ভবিষ্যৎ শুরু হয় শিক্ষা দিয়ে। শিক্ষাই ভবিষ্যৎ। ফিলিস্তিনিদের এখন প্রয়োজন : শিক্ষা, পুষ্টি, জল, হামলা বন্ধ করা ও স্থায়ী শান্তি।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আল জাজিরা বলছে, দুই বছরের অবিরাম বোমাবর্ষণের পর গাজার ফিলিস্তিনদের মধ্যে যুদ্ধবিরতির খবরে আশাবাদ সৃষ্টি হলেও, রেখে যাওয়া ধ্বংসলীলা বিশাল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস