ভেঙে গেল প্রেম রনি-সাদিয়ার, তৃতীয় পক্ষের আগমন

বিনোদন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৫, ২০:৪৩
শেয়ার :
ভেঙে গেল প্রেম রনি-সাদিয়ার, তৃতীয় পক্ষের আগমন
ছবি : সংগৃহীত

আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান ও জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির প্রেম নিয়ে শোবিজ অঙ্গনে চর্চা প্রতিনিয়তই। তবে দীর্ঘদিন তারা দুজনে বন্ধু বলে অভিহিত করলেও রনির জন্মদিনে গত বছরের অক্টোবর মাসে সেটা আর বন্ধুত্বের দেয়ালে সীমাবদ্ধ থাকেনি। কারণ ২০ অক্টোবর রনির জন্মদিন উদযাপনের জন্য সাদিয়া আয়মান রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করেছিলেন একটি বিশেষ পার্টি।

সেদিন এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরাও। তারকাবহুল সেই পার্টির ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন রনি। ক্যাপশনে লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে। আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’ রনির সেই পোস্টে সাদিয়া লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

এরপর থেকেই তাদের প্রেমের সিলমোহরে উড়ে যায় গুঞ্জন। সবার কাছেই প্রকাশ পায় সাদিয়া ও রনির প্রেমকাহিনি। তবে সেই প্রেমে এবার গুঞ্জন উঠেছে, ভেঙে গেছে সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির সম্পর্ক। যে স্বপ্ন দেখে প্রেমকে পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সাদিয়া, সেটা শুধু স্বপ্নের মাঝেই আটকে গেল। আশার মাঝে গুড়ে বালি। কারণ শোবিজ অঙ্গনে চাউর হয়েছে নির্মাতা রনি নাকি ‘নকশী’ নামে এক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইদানীং। আর এ কারণেই সাদিয়া ও রনির প্রেমের পথ বেঁকে গেছে। দুজনকে আর একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। তৈরি হয়েছে দূরত্ব। আগের মতো ফেসবুকেও দুজন দুজনকে লাইক কমেন্টের মাধ্যমে ভালোবাসার উষ্ণতা ছড়াচ্ছেন না। সবকিছু মিলিয়ে সাদিয়া ও রনির প্রেমকাহিনি এখন যে অতীত সেটাই বলছে বিভিন্ন সূত্র।

সূত্র আরও জানিয়েছে, একদিকে নকশী নামে নতুন একজনের প্রেমে মজেছেন রনি আবার অন্যদিকে রনির নতুন সিনেমায় সাদিয়াকে কাস্ট না করার জন্যই নাকি ভেঙে গেছে আলোচিত এই প্রেম। এ সম্পর্কে জানতে নির্মাতা রেদওয়ান রনির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

রনির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে সাদিয়া আয়মান খবরের গণমাধ্যমে বলেন, ‘এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।’ সম্পর্ক তো পরের কথা, আগে তো আমরা খুব ভালো বন্ধু। বন্ধু হিসেবেই তো আমরা একসঙ্গে সব জায়গায় যাই। আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে এটাই। এখন একসঙ্গে দেখতে পারছেন না কারণ আমাদের কাজ থাকে। রেগুলার নাটকের শুটিং না থাকলেও বিভিন্ন শুট থাকে, বাসায়ও কাজ থাকে। সে আবার সিনেমা বানাচ্ছে তারও কাজ আছে, আর তার সঙ্গে সবসময় আমাকে তো দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমরা দুজনই আমাদের উভয়ের জীবন নিয়ে ব্যস্ত। এ জন্য হয়তো আমাদের কোনো পাবলিক ইভেন্টে দেখতে পারছেন না। তিনি তার সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত।’’

তবে নকশী নামের যে মেয়ের সঙ্গে নির্তামা রনির প্রেম চলছে তাকে এখনও দেখা যায়নি। ভক্তরা মুখিয়ে আছেন তার চেহারা দেখার।