সোলজারের জন্য ছেড়ে দিয়েছি কলকাতার সিনেমা
কলকাতার সিনেমা থেকে বাদ পড়িনি। বাংলাদেশের ‘সোলজার’ সিনেমার জন্যই ছেড়ে দিয়েছি কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’। কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিশা বলেন, ‘দুটো সিনেমার শুটিং একই সময়ে হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাছাড়া আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। আর চাইছিলাম, শাকিব খানের মতো একজন তারকার বিপরীতে কাজ শুরু করতে। এটা ঠিক যে, ভিসা নিয়ে কিছু জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ ও ‘ভালোবাসার মরশুম’-এর শুটিং সময় এক হয়ে যাওয়ায় পরে আমি আর ভিসা পাওয়ার চেষ্টা করিনি। কারণ আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।’
ইতোমধ্যেই ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এতদিন অন্যান্য শিল্পীর সঙ্গে শুটিং করলেও ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে দৃশ্যধারণে অংশ নেবেন তিনি। শাকিব খান ও তানজিন তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। দেশপ্রেমের ভিন্ন এক গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি।
কিছুদিন ধরেই খবরের শিরোনামে এসেছেন তানজিন তিশা। কলকাতার চলচ্চিত্রে অভিনয় করবেন, এমন খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আবার বাদ পড়া নিয়েও সংবাদমাধ্যমের খবরে আসেন। ‘ভালোবাসার মরশুম’ নামে সেই সিনেমায় তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এমএন রাজ। ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও এতে অভিনয়ের কথা ছিল। তিনি পরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান, সিনেমাটিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন। তিশা না থাকায় অন্য অভিনেত্রীও বাছাই করে ফেলেছে ছবির টিম। তিশার পরিবর্তে তার জন্য নির্ধারিত চরিত্রটিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
তবে শাকিব খানের ‘সোলজার’ দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে তানজিন তিশার। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল