খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ১৮:২৮
শেয়ার :
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় সবুজ খাঁ (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সবুজ খাঁ পেশায় ভাঙারির ব্যবসায়ী ছিলেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সবুজ খাঁর সঙ্গে তার আপন ভায়রা ভাই কালাম ও শ্যালিকা নাজমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সবুজ বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে কালাম, তার স্ত্রী নাজমা বেগম এবং তাদের ছেলে সোহেল, সুজন, সাগর, প্রতিবেশী নজরুল ও মন্ডলসহ ৭/৮ জন তার ওপর হামলা চালায়। এ সময় তারা সবুজ খানের ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে সবুজকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সাথী বেগম বলেন, খালিশপুরের ‘চিহ্নিত মাদক’ ব্যবসায়ী নাজমা, কালাম, সোহেল, সুজন, সাগর, জয়, বিজয়, আরিফ ও রিয়াদ আলীর মাদক ও সুদের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বাবাকে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রধারীদের ভয়ে কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেনি। আমি হত্যাকারীদের মৃত্যুদণ্ড চাই।’

নিহত সবুজ খানের মেয়ের জামাই মোহাম্মদ বাবু বলেন, ‘স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। তারাই বৃহস্পতিবার সকালে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় বক্কর বস্তি এলাকায় তার পথ আটকে দেয়। এ সময় ৬-৭ জন তাকে কুপিয়ে হত্যা করেছে।’

নিহতের স্ত্রী শাহিনুর বলেন, ‘নাজমা আমার ছোট বোন। আমাদের সঙ্গে তার পারিবারিক সমস্যা আছে। তারা আমার বোবা ছেলেকে মারতে গেছিল, কিন্তু পারেনি। নাজমার তিন ছেলে সোহেল, সুজন, সাগরসহ আরও অনেকে মিলে আমার স্বামীরে মেরে ফেলেছে। সুদের টাকা দিয়ে ওরা ২টা বাড়ি করেছে।’

এলাকাবাসী জানান, গত এক বছর যাবত মাদক ও সুদের একটি বড় সিন্ডিকেট খালিশপুর বক্কর কলোনীসহ আশপাশ এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। এলাকার যে কয়েকজন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে সবুজ খাঁ তাদের অন্যতম। মাদক ব্যবসায়িরা তাদের পথের কাঁটা সরাতে পরিকল্পিভাবে সবুজ খাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহত সবুজ খানের স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।