জগজিৎ সিং স্মরণে মেসবাহ আহমেদের গজল সন্ধ্যা

বিনোদন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৩
শেয়ার :
জগজিৎ সিং স্মরণে মেসবাহ আহমেদের গজল সন্ধ্যা
ছবি : সংগৃহীত।

ভারতের কিংবদন্তি গজল সম্রাট জগজিৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান

“মেসবাহ আহমেদ লাইভ ইন কনর্সাট-টিব্রিউট টু জগজিৎ সিং” বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (BRDC) এর আয়োজনে এই গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায়, হোটেল শেরাটনের বলরুমে।

অনুষ্ঠানে একক পরিবেশনায় থাকবেন খ্যাতনামা সংগীতশিল্পী মেসবাহ আহমেদ, যিনি জগজিৎ সিংয়ের অমর গজলগুলোর মাধ্যমে শ্রদ্ধা জানাবেন এই প্রখ্যাত শিল্পীকে। তাকে তবলায় সহযোগিতা করবেন ভারতের উস্তাদ জিমি খান (বোম্বে)।

এই আয়োজনে বিশেষ সহযোগিতায় রয়েছেন উদয় কর্মকার। অনুষ্ঠানটি জগজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা হিসেবে গজলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।