নোবেল ভক্তদের জন্য সুখবর

বিনোদন প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৮
শেয়ার :
নোবেল ভক্তদের জন্য সুখবর

দীর্ঘদিন কর্পোরেট জগতে ব্যস্ত থাকার পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন মডেল আদিল হোসেন নোবেল। এবার তাকে দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র একাদশ পর্বে। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

বর্তমানে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেল। পর্দার বাইরে থেকেও তিনি নিজের ব্যক্তিত্ব, সততা ও শৃঙ্খলার জন্য সমানভাবে প্রশংসিত।

সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপে নোবেল জানালেন, ছোটবেলা থেকেই কঠোর শাসনের মধ্যে বড় হয়েছেন তিনি। খেলাধুলা পাগল হলেও মা তাকে সবসময় পড়াশোনায় মনোযোগী থাকতে বলতেন। এমনকি প্রথমবার মডেলিং করার আগের দিনও মা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তখনই নোবেল শপথ করেন- একদিন মায়ের সেই দুশ্চিন্তা দূর করবেন। পরবর্তী জীবনে তিনি তা বাস্তবেও প্রমাণ করেছেন।

পডকাস্টে তিনি বলেন, ‘কোনো কিছু পেয়ে গেলে ছন্নছাড়া হয়ে যাওয়ার কিছু নেই। নিজের সেলফ কন্ট্রোল মেকানিজম ঠিক থাকলে সব সহজ।’

তার দূরদর্শিতা নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেন নোবেল। ক্যারিয়ারের প্রথম টিভিসি ছিল কোমল পানীয় স্প্রাইটের বিজ্ঞাপন, যেখানে একই সময়ে ইমরান করেছিলেন কোকাকোলা আর সালমান শাহ করেছিলেন ফান্টা। কিন্তু টেকনিক্যাল কারণে শুধু সালমান শাহের বিজ্ঞাপনটিই প্রচারিত হয়। নোবেল নিজেও চাননি তার বিজ্ঞাপনটি অনএয়ার হোক- কারণ নিজের কাজ দেখে তিনি তখনই বুঝেছিলেন, ভালো-মন্দের পার্থক্য।

এরপর আফজাল হোসেনের নির্দেশনায় একটি চায়ের বিজ্ঞাপনে কাজ করে তুমুল জনপ্রিয়তা পান নোবেল। সেই সাফল্যের ধারাবাহিকতায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের শীর্ষ পুরুষ মডেলের অবস্থান ধরে রেখেছেন। বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’র নায়কও ছিলেন এই নোবেল।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে তিনি নিজের এমন অনেক অজানা গল্প তুলে ধরেছেন। পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।