সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ প্রাণ গেল তিনজনের

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ১৬:৩২
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ প্রাণ গেল তিনজনের

সিরাজগঞ্জে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) ও এক বছর বয়সী মেয়ে তুবা এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফত হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান বেপরোয়া গতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক, শিশু জনিসহ তার মা ও দুই বোন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে নিহত জনির ছোট বোন মালেশা ও তুবার অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ ক্যাপটেন মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তুবার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।