ফ্লোটিলা অভিযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞদের
গাজামুখী মানবিক ত্রাণবাহী ফ্লোটিলার অভিযাত্রীদের আটক করেছে ইসরায়েল। আটককৃত এই অভিযাত্রীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের বিশেষজ্ঞ ইরিন খান গতকাল বুধবার বলেছেন, সমুদ্রে নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা করে ইসরায়েল আন্তর্জতিক আইন লঙ্ঘন করেছেন। মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এই বিশেষ দূত আরও বলেন, গাজা ও সমুদ্রের সাংবাদিকদের সাহসী ভূমিকা যেন বিফলে না যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গতকাল বুধবার ভোরে আন্তর্জাতিক জলসীমা থেকে এসব জাহাজ ইসরায়েলি সামরিক হেলিকপ্টার আটক করেছে বলে জানা গেছে। একই সময় ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা জাহাজগুলোয় ওঠেন। ধারণা করা হচ্ছে, আটকের এ ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক জলসীমায় ঘটানো হয়েছে। ফ্লোটিলা সদস্যদের আটক করা হয়েছে এবং তাদের ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কনসাইন্স নাম জাহাজে ৯২ জন অভিযাত্রী ছিলেন, যাদের মধ্যে ১০ দেশের ১৬ সাংবাদিকও আছেন। ইরিন খান ফ্লোটিলার ক্রু ও সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস