যশোরে দু’পক্ষের মারামারিতে নিহত ১
যশোরে দু’পক্ষের মারামারিতে চঞ্চল গাজী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা, মাতা ও ভাইসহ প্রতিপক্ষের একজন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত চঞ্চল গাজী সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মধু গাজীর (৫২) ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর পরিবারের সঙ্গে প্রতিবেশী বিল্লাল হোসেনের (৪০) পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এদিন সকাল সাড়ে ১০টার দিকে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এতে মধু গাজী, তার স্ত্রী ও দুই ছেলে এবং প্রতিপক্ষের রবিউল ইসলাম আহত হন।
এসময় স্থানীয়রা তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে চঞ্চল গাজী মারা যান।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।