বৃষ্টির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৫, ১৩:৩৬
শেয়ার :
বৃষ্টির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে বিরামহীন বৃষ্টি হলেও বায়ুর মানে তেমন কোনো পরিবর্তন আসেনি। আজ বৃহস্পতিবার দুপুর ১টার তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়েছে।

বৃষ্টির পর সাধারণত ধুলো-ময়লা ধুয়ে বায়ুমান কিছুটা উন্নতি হয় কিন্তু এ মৌসুমে বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ভারী ও দূষিত। বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও শিল্পাঞ্চলের নির্গমন—সব মিলিয়ে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসছে না।

বায়ু দূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (১৮২) ও বাহরাইনের মানামা (১৭২)। তাদের ঠিক পরেই রয়েছে ঢাকা। এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের বাইরে অপ্রয়োজনে না বের হতে এবং মাস্ক ব্যবহার করতে।

বৃষ্টি সত্ত্বেও ঢাকার আকাশে ধোঁয়াটে কুয়াশা ও গন্ধযুক্ত বাতাস নগরবাসীর জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। পরিবেশবিদরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শীত মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।