জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে রাতের ঢাকা ঘুরে দেখলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৫, ১১:২৪
শেয়ার :
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে রাতের ঢাকা ঘুরে দেখলেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী, দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। গতকাল বুধবার রাতে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধির কাছে গিয়ে গাড়িতে বসে স্বামীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি।

গতকাল রাতে গুলশানের ভাড়াবাসা ফিরোজা থেকে রাত সাড়ে ১০টায় রওনা হয়ে সরাসরি জিয়া উদ্যানে গিয়ে সমাধি জিয়ারত করেন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা সরকার গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারত করেন।

জিয়া উদ্যান থেকে বেরিয়ে পার্শ্ববর্তী গণভবন, আসাদ গেট ও জাতীয় সংসদ ভবন এলাকা হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি ৩০০ ফিট যায় বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। সেখান থেকে বনানী হয়ে রাত সাড়ে ১২টার দিকে ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। এ সময় গাড়িতে বসে সাবেক এই প্রধানমন্ত্রী রাতের ঢাকা দেখেন।

গাড়িবহরে থাকা একজন সদস্য বলেন, গাড়িতে বসে খালেদা জিয়া গণভবনের গেট এবং জাতীয় সংসদ ভবন প্রত্যক্ষ করেন।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট বেগম খালেদা জিয়া মুক্ত হলেও অসুস্থতাজনিত কারণে তাকে চিকিৎসার মধ্যেই থাকতে হচ্ছে। নেতারা মনে করেন, এই অবস্থায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ জিয়াউর রহমানের সমাধিতে আসা।

জিয়াউর রহমানের সমাধি জিয়ারতকে কেন্দ্র করে গতকাল রাতে জিয়া উদ্যানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরারা জমায়েত হন। 

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, রাত ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাড়িবহর। সেখানে গাড়ীতে বসেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, এ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই মেজর (অব.) প্রয়াত সাঈদ এসকান্দারের স্ত্রী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন।

এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা জাফর আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে শামসুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, এডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।