স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৫, ২২:৪৮
শেয়ার :
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

তোফায়েল আহমেদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান।

সরোয়ার জাহান বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তোফায়েল আহমেদ। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছিল। আজ বিকেলে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানোর জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। রিং পরানো প্রস্তুতি চলার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদকে দাফন করা হবে।

তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।