নারীকর্মীর মামলায় মাইটিভির চেয়ারম্যান গ্রেপ্তার
অফিসের নারীকর্মীর মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।
সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখান। একই সঙ্গে আসামির পক্ষে জামিনে আবেদন নামঞ্জুরের আদেশ দেন আদালত
মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, গত বছরের ১৯ জানুয়ারি নাসির উদ্দিন সাথী তাঁর অফিসের নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে আমেরিকায় ভ্রমণের জন্য পাঠান। ভ্রমণ শেষে ২০ দিন পর ওই কর্মী দেশে ফিরেন। এরপর নাসির উদ্দিন ওই নারীকে ফোন করে অফিস কক্ষে ডেকে কু-প্রস্তাব দেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় তূর্য্য রেজাউল অফিস থেকে পালানোর চেষ্টা করলে অন্য আসামিরা তাঁকে জোরপূর্বক আটকে রাখেন। এ সময় ভুক্তভোগী নারীকে মারধরসহ মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি ১০০ টাকা মূল্যের খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ করেন তূর্য্য রেজাউল। ওই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনের নামে একটি মামলা হয়।
নতুন হত্যা মামলায় গ্রেপ্তার মেনন-গোলাম দস্তগীর-আতিক-পলক : এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর বনানী এলাকায় কারখানার কর্মী মো. শাহজাহান (২২) হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজীসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রেপলিটন মাজিস্ট্রেট সাদেকুর রহমান তাঁদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর
অপর দুই আসামি হলেনÑ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইয়াছির আরাফাত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আরও পড়ুন:
বরিশালে ৯ ছাগলের সাজা মওকুফ