রাজধানীতে বাসযাত্রীকে অজ্ঞান করে টাকা হাতানোর সময় পাঁচজনকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৫, ১৯:২৩
শেয়ার :
রাজধানীতে বাসযাত্রীকে অজ্ঞান করে টাকা হাতানোর সময় পাঁচজনকে গণধোলাই

রাজধানীতে বাসে ফেরিওয়ালার কাছ থেকে আচার খেয়ে অচেতন হন মো. মান্নান ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তি। পরে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময়ে বাসের যাত্রীরা পাঁচজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

আজ বুধবার বিকেলে গাজীপুর থেকে সায়েদাবাদগামী ‘গাজীপুর পরিবহন’-এর একটি বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মান্নান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন ব্যাপারীর ছেলে মান্নান। তিনি বর্তমানে উত্তরা হাউজ বিল্ডিং থাকেন। আর গণধোলাইয়ে আহতরা হলেন নুর আলম (৪৫),ওসমান (৪০), রশিদ (৪৭),কামাল (৪৫) ও বিল্লাল (৪০)।  

জানা গেছে, গাজীপুর থেকে সায়েদাবাদগামী ‘গাজীপুর পরিবহন’-এর একটি বাসে করে যাওয়ার সময় এক ফেরিওয়ালার কাছ থেকে আচর কিনে খান মান্নান। এর আগে ওই ফেরিওয়ালার সঙ্গে  আরও ৭-৮ জন অজ্ঞান পার্টির সদস্য যাত্রীবেশে বাসে ওঠেন।

তারা আচার খাওয়া মান্নানের আশপাশে তারা বসেন।  ফেরিওয়ালা বাস থেকে নেমে যান। তার সঙ্গে আরও দুজন নেমে যান। মান্নান যখন অজ্ঞান হয়ে পড়েন, তখন ওই লোকদের মধ্যে একজন তার পকেট হাত দিয়ে টাকাগুলো নিয়ে যেতে চান। তখনই বিষয়টি বাসে থাকা কয়েকজন ছাত্রসহ বাসযাত্রীদের চোখে পড়ে। তখন তারা এগিয়ে গিয়ে দেখতে পান, অজ্ঞান পার্টির এক সদস্যের হাতে টাকা।

পরে তাদেরকে আটক করে, গণধোলাই দেন যাত্রীরা। সে সময় আরও দুজন দৌড়ে পালিয়ে যান। আটক পাঁচজনকে মগবাজারের কাছে হাতিরঝিলে প্রবেশপথের সামনে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে। আটকদের মধ্যে বিল্লাল নামের একজন নিজেকে নির্দোষ দাবি করেনে। অচেতন মান্নানের কাছ থেকে ৫৯ হাজার খোয়া যায়, যা পরে উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজিব হোসেন বলেন, অচেতন ব্যক্তিকেসহ অজ্ঞান পার্টির সদস্যদের উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  জরুরি বিভাগে অচেতন মান্নানের পাকস্থলি পরিস্কার করে মেডিসিন বিভাগে ভর্তি করেছেন চিকিৎসকরা। গণধোলাইয়ের শিকার আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।