ফিরছে নেহাল, খোঁজ নেই শিমুলের

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
শেয়ার :
ফিরছে নেহাল, খোঁজ নেই শিমুলের

অবশেষে ‘‌ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে! নতুন পর্বের মুক্তির তারিখ ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। নতুন পর্বগুলোর মূল আকর্ষণ ‘নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘শিমুল’কে ঘিরে ঘনীভূত রহস্য, যা এরইমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বঙ্গতে উন্মুক্ত হচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৩৩ থেকে ৪০তম পর্ব।

এবারের গল্প আবর্তিত হবে কিছু প্রশ্নকে কেন্দ্র করে। কেন ফিরে এল নেহাল? তার এই আকস্মিক প্রত্যাবর্তন কি ব্যাচেলরদের জীবনে নতুন কোনো ঝড় নিয়ে আসবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সঙ্গে তার সম্পর্কের পুরনো সমীকরণ কি এবার বদলে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন- শিমুল কোথায়? কবে ফিরবে সে?

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি, দুটিই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতে পাওয়া যাবে।’

বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন পর্বগুলো নিয়ে আসছি। আশা করি, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।

এই ধারাবাহিকে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন পর্বগুলো উপভোগ করতে মাত্র ৪০ টাকায় দর্শকরা প্রি-বুক করতে পারবেন বঙ্গতে।