কেন ‘বেজবাবা’ ডাকা হয়, জানালেন সুমন

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৭:২৮
শেয়ার :
কেন ‘বেজবাবা’ ডাকা হয়, জানালেন সুমন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ অক্টোবর প্রকাশ হচ্ছে ব্যান্ডদল অর্থহীনের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ৮টি নতুন গান নিয়ে সাজানো এই অ্যালবামটি। যা শ্রোতাদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি করবে বলে জানিয়েছেন ব্যান্ডের দলনেতা বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন।

গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন অ্যালবামের ঘোষণার পাশাপাশি এক মজার তথ্য শেয়ার করেন এই গায়ক। জানালেন, কীভাবে তিনি পরিচিতি পেলেন ‘বেজবাবা’ নামে।

অনেকেরই ধারণা, দুর্দান্ত বেজ বাজানোর কারণেই সুমনকে বেজবাবা বলে ডাকা হয়। তবে এই ধারণার পেছনের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। সুমনের কথায়, ‘বেজবাবা টাইটেলের একটা মজার জিনিস আছে। আমি যেদিন বাবা হই সেদিন আমার এক স্টুডেন্ট আমাকে এসে বলে, বেজ বাবা। ব্যাপারটা কিন্তু এসেছে ওখান থেকে।’

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘আমি বাবা হওয়ার পর থেকে (এই নাম এসেছে)। আমি বেসের বাবা বা ফাদার অব বেস, তা নয়। সেখান থেকে আসেনি। আমি বাবা হয়েছি যেদিন, সেদিন আমার এক্স স্টুডেন্ট এসে আমাকে বলে, বেজ বাবা।’

সেই সময়ে ইন্টারনেটের আইআরসি (চ্যাট) যুগের কথা স্মরণ করে সুমন বলেন, ‘আমার তখন ইন্টারনেটে আইআরসির যুগ ছিল। মেসেঞ্জারের যুগ না। আইআরসি ইন্টারনেট রিলে চ্যাট, ইন্টারনেট রিলে চ্যাট ছিল। ওইখানে আমার ইউজারনেমটা সে বেজ বাবা নামে রেজিস্টার করে দেয়। সেখান থেকে আমার নামটা আসে বেজ বাবা।’

এরপর থেকেই শুরু হয় নামের প্রচলন। সুমন বলেন, ‘সবাই ওটাকে ইন্টারপ্রেট করে যে ফাদার অব বেস, এইভাবে ইন্টারপ্রেট করে। তারপর থেকে আমাকে বেজবাবা নামে ডাকা শুরু করে। আমার বয়স ছিল কম, আমাকে বেজ ডাকাতে আমার খুব ভালো লাগতো। ডাকছে এটা অনেক মজার ব্যাপার।’

প্রথমদিকে ব্যাপারটা মজার মনে হলেও, সময়ের সাথে সাথে তা অভ্যাসে পরিণত হয়েছে। সুমনের কথায়, ‘তারপরে একটা সময় শুনতে শুনতে ব্যাপারটা খুব নরমাল হয়ে যায়, আমার নামের সাথে যুক্ত হয়ে যায়। এখন কেউ যদি বেজবাবা ডাকে তখন আমার কাছে এটা খুব নরমাল মনে হয়। কেউ সুমন ডাকলে যেরকম মনে হয়, বেজবাবা ডাকলেও সেরকম মনে হয়। সাইদুস খালেদ নাম ডাকলেও ওরকম মনে হয়।’

দেশের বাইরেও তার এই নামের পরিচিতি আছে। সুমন বলেন, ‘ইনফ্যাক্ট বাইরে আমার যত বিদেশি ফ্রেন্ডরা আছে, বিদেশি মিউজিশিয়ান ফ্রেন্ডরা আছে, সবাই আমাকে বিবি ডাকে। বাংলায় বিবি শুনতে অন্য জিনিস, বাইরে ওরা তো এটা জানে না। বাইরে সবাই আমাকে বেজ বাবা সংক্ষেপে বিবি ডাকে। আমি এখন খুবই অভ্যস্ত হয়ে গেছি যে, আচ্ছা ঠিক আছে, বেজ বাবা এখন মনে হয় যে এটাই আমার ডাকনামের একটা অংশ। এভাবেই নিয়েছি।’

অর্থহীনের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ নিয়ে শ্রোতাদের উন্মাদনা এখন তুঙ্গে। এই অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের মনে নতুন করে জায়গা করে নেবে বলে আশা করছেন এই ব্যান্ডশিল্পী।