ঝড় তুলেছে ‘কানতারা ২’ (ভিডিও)

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৭:২১
শেয়ার :
ঝড় তুলেছে ‘কানতারা ২’ (ভিডিও)
ছবি : সংগৃহীত।

ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত নতুন কন্নড় সিনেমা ‘কানতারা ২’। ছবিটি মুক্তি পেয়েছে ‘কানতারা: চ্যাপ্টার ১’ নামে। মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটি আয় করেছে ৩০৮ কোটি রুপি। যা চলতি বছরে ভারতীয় সিনেমা হিসেবে অন্যতম সেরা ওপেনিং রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতের বাইরে সিনেমাটি একই সময়ে আয় করেছে আরও ৬০ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৬৮ কোটি রুপি।

বলি মুভি রিভিউজ জানায়, মুক্তির প্রথম দিনেই ‌‘কানতারা ২’ বিশ্বব্যাপী আয় করেছিল ৮৭.৯ কোটি রুপি। দ্বিতীয় দিনে ৬১ কোটি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে যথাক্রমে ৮১, ৯১ ও ৪০ কোটি রুপি আয় করেছে ছবিটি। মাত্র পাঁচ দিনেই এই সিনেমা বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় ছবি হিসেবে রেকর্ড গড়েছে। পেছনে ফেলেছে আগের হিট ‘সু ফ্রম সো’-এর আয়কেও (৯২ কোটি রুপি)।

শুধু কন্নড় ইন্ডাস্ট্রিতেই নয়, ‘কানতারা: চ্যাপ্টার ১’ পুরো ভারতের বড় বাজেটের সিনেমাগুলোকেও টেক্কা দিচ্ছে। বিদেশেও ছবিটির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘কানতারা’ ছিল একটি ব্লকবাস্টার। ১৬ কোটি রুপির বাজেটে তৈরি সেই ছবি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে রেকর্ড গড়েছিল ছবিটি।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে এর প্রিকুয়েল ‘কানতারা: চ্যাপ্টার ১’। ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় ঋষভ শেঠি আবারও প্রমাণ করেছেন তার পরিচালনা ও অভিনয়ের দক্ষতা।

প্রসঙ্গত, এই ছবি দিয়ে আবারও অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি আলোচনায়। তার সঙ্গে আলোচনায় উঠে এসেছেন কানতারার নায়িকা তরুণী অভিনেত্রী রুক্মিণী বসন্ত। কানতারার প্রিক্যুয়ালে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।