গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় যুবক নিহত
বরিশালের উজিরপুরে চোরের ট্রাকচাপায় সাগর মোল্লা (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাগর মোল্লা উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের গরু ও বাছুর চুরি করে চোরের সদস্যরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে সড়কে চোরদের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সাগর মোল্লাসহ তিনজনকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সাগর মোল্লা নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সাগর মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’