যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৭
শেয়ার :
যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

হামাস ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন শেষ করেছে। এদিকে জ্যেষ্ঠ কাতারি ও মার্কিন কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে মিশরে পৌঁছেছেন।

এদিকে হোয়াইট হাউসে যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘গাজা বিষয়ে একটি সমঝোতার বাস্তব সম্ভাবনা রয়েছে।’

মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখে মঙ্গলবারের বৈঠক শেষ হয়েছে। তবে আলোচনার শুরুতেই হামাসসহ একাধিক ফিলিস্তিনি দল যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা দেয় যে, ‘তারা সব উপায়ে প্রতিরোধের অবস্থান বজায় রাখবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিলিস্তিনি জনগণের অস্ত্র ত্যাগ করার অধিকার কারও নেই।’ এটি ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ দাবি।

হামাসের জ্যেষ্ঠ নেতা ফাওজি বারহুম বলেন, তাদের প্রতিনিধিরা যুদ্ধের অবসান ও দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চান। তবে ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এতে বলা হয়েছে, হামাস তার হাতে থাকা ৪৮ জন ইসরায়েলি বন্দিকে ফেরত দেওয়ার পর ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু হবে। ওই ৪৮ জনের মধ্যে ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।

আল জাজিরার সঙ্গে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা জানান, হামাস বন্দিমুক্তি প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করতে চায়, যা ইসরায়েলি বাহিনীর গাজা থেকে পর্যায়ক্রমিক প্রত্যাহারের সঙ্গে সংযুক্ত থাকবে।

তিনি আরও বলেন, মঙ্গলবারের আলোচনায় ইসরায়েলি বন্দিদের মুক্তির সময়সূচি ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হামাস জোর দিয়েছে যে শেষ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার সম্পন্ন হতে হবে।