দিল্লিতে ভারী বৃষ্টি, বাতিল একাধিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ২২:৫০
শেয়ার :
দিল্লিতে ভারী বৃষ্টি, বাতিল একাধিক ফ্লাইট

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের দিল্লি। অন্তত ১৫টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে তীব্র ট্রাফিক জ্যাম তৈরি হয়। একাধিক এলাকায় পানি জমে গেছে। 

এর আগে এক সতর্কবার্তায় ফ্লাইট অপারেশন বিঘ্নিত হওয়ার কথা জানায় দিল্লি বিমানবন্দর।  

সতর্কবার্তায় বলা হয়, দিল্লিতে বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইট বিঘ্নিত হতে পারে। আমরা চেষ্টা করছি যেন যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়।