শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ীতে নাশকতার মামলায় নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্নস্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে।
এসব ঘটনায় গত ১৩ ডিসেম্বর পৌরশহরের বাজার ছিটপাড়ার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবসহ ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরও আসামি করা হয়।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।