প্রকাশ্যে এল শাকিবের ‘সোলজার’ (ভিডিও)

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৯
শেয়ার :
প্রকাশ্যে এল শাকিবের ‘সোলজার’ (ভিডিও)
ছবি : সংগৃহীত

মেগাস্টার শাকিব খানের আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সম্প্রতি চলছে অনেক জল্পনা-কল্পনা, আলোচনা, গুঞ্জন। বাংলাদেশের চলচ্চিত্রজগতের সবচেয়ে আলোচিত খবর সম্ভবত এটিই। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘সোলজার’-এর শুটিং। নির্মাণাধীন এই চলচ্চিত্রটির সবকিছু পরিকল্পনামতো চললে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘সোলজার’ এক নতুন অধ্যায় শুরু করতে পারে— চলচ্চিত্রটির নির্মাতা সাকিব ফাহাদ, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা শুনিয়েছেন এমনই আশাবাদের কথা। সোলজার-কে ঘিরে সোশাল মিডিয়ার গুঞ্জন, ঘটনা-রটনার কতোটা সত্যি, কতোটা অর্ধ-সত্যি, বা একেবারেই সত্যি নয়, তা সময়ই বলে দেবে। তবে নির্মাতা ও প্রযোজকদের ভাষ্যে, ‘সোলজার’ হতে যাচ্ছে ঘটনা-নির্ভর চলচ্চিত্র নির্মাণের একটি সৎ ও সাহসী প্রচেষ্টা।

বাস্তবতার গল্প, লড়াইয়ের গল্প, আশাবাদী হওয়ার গল্প:

‘সোলজার’— নামটি শুনে যেমনটা মনে হয়, এটি হয়তো একজন সৈনিক ও তার সংগ্রামের গল্প। কিন্তু এটি কেবলই যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। নির্মাতার ভাষ্যমতে, এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প— যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অধিকার আদায়ে সোচ্চার হয়, এবং দেশের জন্য কিছু করতে চায়। ‘সোলজার’ যেনো তাদের গল্প বলতে চায়, যাদের বিশ্বাস- আমাদের প্রত্যেকের ভেতরে একজন ‘সোলজার’ আছে। নিজের অবস্থান থেকেই যে ক্রমাগত লড়াই করে চলেছে। তবে বাস্তব ঘটনা-নির্ভর, সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত হলেও ‘সোলজার’ দিনশেষে আশাবাদের গল্পও শোনাবে। আমরা জাতি হিসেবে যতো সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি। ‘সোলজার’-এ সেটাও উঠে আসবে।

শাকিব খানের নতুন লুক:

‘সোলজার’-এ শাকিব খান-কে দেখা যাবে তার এ যাবতকালের করা চলচ্চিত্রগুলো থেকে সম্পূর্ণ নতুন লুকে, নতুন এক চরিত্রে। যিনি তার চরিত্রের অন্তরালে যেনো সেই সাধারণ মানুষ- যে দেশের জন্য, মানুষের জন্য নিজের অবস্থান থেকে লড়াই করে। এই ছবিতে শাকিব খান শুধু একজন তারকা নন, তিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি। তাঁর মাধ্যমে আমরা দেখতে পাবো এ দেশের প্রতিটি সংগ্রামী নাগরিকের প্রতিচ্ছবি। শাকিব খান নিজেও এই চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, “…আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ডিফরেন্ট শাকিব খানকে দেখতে পাবেন আপনারা। এটুকু বলতে চাই এই রকম গল্পে আমি আগে কখনও কাজ করি নি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে। সাহস জোগাবে নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে।”