বিজ্ঞাপনে থাকছে না উচ্চস্বরে গান বা চিৎকার!
অনেক সময় দেখা যায় অনুষ্ঠানের তুলনায় অনেক বেশি কোলাহলপূর্ণ বিজ্ঞাপন। হয়ত কেউ প্রকৃতি বিষয়ক কোন ডকুমেন্টারি দেখায় মগ্ন, কিন্তু মুহূর্তেই পেটের গ্যাসের চিকিৎসা নিয়ে কেউ চিৎকার করা শুরু করেন বিজ্ঞাপনে। তখনই ভলিউম কমাতে রিমোট খুঁজতে হয়, ততক্ষণে পরিবেশই পাল্টে যায় পুরো।
গ্রাহকদের এমন বিড়ম্বনার কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমন বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যের নতুন আইন অনুযায়ী, বিজ্ঞাপন কখনোই অনুষ্ঠানের চেয়ে উচ্চ শব্দযুক্ত হতে পারবে না, যা বর্তমানে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল সোমবার থেকে এই আইন কার্যকর করা হয়েছে। আইন অনুসারে নির্মাতারা এখন থেকে উচ্চ শব্দের বিজ্ঞাপন তৈরি ও প্রচার থেকে বিরত থাকবেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গভর্নর গ্যাভিন নিউজম বলেন, ‘আমরা ক্যালিফোর্নিয়ানদের মতামত স্পষ্টভাবে জেনেছি। তারা কিছুতেই চান না যে বিজ্ঞাপন প্রোগ্রামের চেয়ে বেশি জোরে বাজুক।’
আইনটি পুরনো বিধি সংশোধন করে তৈরি করা হয়েছে। এটি আগে শুধু ব্রডকাস্ট ও ক্যাবল অপারেটদের নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন স্ট্রিমিং সেবাগুলোকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস